বিনোদন ডেস্ক
সিনেমাটা ভালোই বানান অনন্য মামুন। তবে সেটা নিয়ে প্রচারণা করতে গিয়ে সবসময়ই ঘেঁটে ফেলেন তিনি। এবারও সেটা জারি রইলো ‘দরদ’ সিনেমার ক্ষেত্রে। এ ছবির প্রচারণায় তরুণ নির্মাতা মামুন যে কৌশল নিয়েছেন সেটি পছন্দ হচ্ছে না শাকিব খানের ভক্তদের। এ নিয়ে অনেক সমালোচনাও করছেন তারা সোশ্যাল মিডিয়ায়।
তবে আনন্দের খবর হলো ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমার গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। গেল সোমবার থেকে ইউটিউব ও ফেসবুকে দেখা যাচ্ছে এগুলো। একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন- হিন্দি ও বাংলা। ‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম ‘এই ভাসাও’। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সংগীত পরিচালনায় আরাফাত মাহমুদ। গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা গেল শাকিবকে। হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি সিরিজ পপ-চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে। বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে টি সিরিজ বাংলা ও টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে।
রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন। একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।