চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : “শিক্ষার জন্য এসো- সেবার জন্য বেড়িয়ে যাও” -এমন স্লোগান ও প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের রেহাইপুকুরিয়ায় নাকালিয়া আর.পি.এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য ভালো শিক্ষাপ্রতিষ্ঠান অপরিহার্য। তেমনই একটিশিক্ষা প্রতিষ্ঠান চৌহালী উপজেলার রেহাইপুকুরিয়া গ্রামে আর.পি.এন উচ্চ বিদ্যালয়।
শিক্ষাই জাতির মেরুদন্ড হিসেবে অজোপাড়া গাঁয়ে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে ক্লাসরুম সংকটে পরিত্যক্ত ভবনে পাঠদান চলছে। ছাত্র-ছাত্রীদের পড়ালেখা সচল রাখতে দ্রুত অবকাঠামো নির্মাণের দাবি শিক্ষার্থীদের। উপজেলাকে নিরক্ষরমুক্ত ও সমাজে পিছিয়ে পড়া নারী ও যুব সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রত্যন্ত পল্লীতে অপূর্ব প্রাকৃতিক শোভা সৌন্দর্যের মাঝে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে ১৯৭১ সালে আড়াই একর জমিতে তৎকালীন মিরকুটিয়া ইউনিয়ন (বর্তমান বাঘুটিয়া ইউপির) রেহাইপুকুরিয়া গ্রামে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এ প্রতিষ্ঠানে রয়েছে বিশাল খেলার মাঠ, একতলা ২টি ভবন, ২টি টিনের ঘর, একটি পরিত্যক্ত ভবন ও ১টি টিনের ঘর ; যা বর্তমানে অকেজো ও পাঠদানের অনুপযোগী। ফলাফলের সাফল্যে উচ্ছ্বাসিত ও স্বনামধন্য বিদ্যাপীঠ আর.পি.এন উচ্চ বিদ্যালয়ে এখন দরকার অবকাঠামো (ভবন) নির্মাণ। বিজ্ঞানের সকল যন্ত্রপাতি, কম্পিউটার, কমনরুম, ওয়াশরুম, ক্লাশরুম, লাইব্রেরি, শিক্ষকরুম, প্রধান শিক্ষকের কার্যালয়সহ নানা সংকট দেখা দিয়েছে। উচ্চ শিক্ষার জন্য এ বিদ্যালয়ে সুনামের সাথে পড়াশোনা করে সুশিক্ষিত সুনাগরিক হয়ে প্রতিষ্ঠানের নাম রাখতে চান শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানে ১০ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীসহ পাঠদানরত প্রায় ৪শত শিক্ষার্থী রয়েছে।
এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাঠদান চলে, এতে কষ্ট আকাশ সমান। সমাধানের জন্য দরকার ক্লাশরুম। পাঠদানের জন্য দ্রুত অবকাঠামো নির্মাণ প্রয়োজন।
সহকারী শিক্ষক আঃ বাতেন বলেন, গত ২০১৮ সালে এ বিদ্যালয় পরিদর্শন করে জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন তৎকালীন ইউএনও। একটি ভবনই বদলে দিতে পারে পাঠদান ও বিদ্যালয়ের চিত্র।
প্রতিষ্ঠাতা মীয়ান বোরহান বলেন, চৌহালীতে ঝড়ে পড়া শিক্ষার্থী ও কিশোর- কিশোরীদের কাক্সিক্ষত স্বপ্ন বাস্তবায়ন এবং অভিভাবকদের প্রত্যাশা ও দাবি পূরণে দরকার অবকাঠামো নির্মাণ। এলাকাবাসীর দাবির আলোকে মডেল বিদ্যাপীঠ গড়ে পাঠদান সচলে অবকাঠামো নির্মাণে সকল সংশ্লিষ্ট দপ্তরসহ বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সুনজর কামনা করছি।
প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। আর একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার। গুণীজনদের প্রচেষ্টায় ও সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসীর সহযোগিতায় এ বিদ্যালয়টি এগিয়ে চলেছে। ছাত্র, অভিভাবক, শিক্ষক, গুণীজন ও চৌহালীবাসীর দাবি পূরণে সরকারের পৃষ্ঠপোষকতার বড় প্রয়োজন। বিদ্যালয়ের সকল সংকট নিরসনে অবকাঠামো নির্মাণে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যদি এগিয়ে আসেন তাহলে শিক্ষার আলোয় আলোকিত হবে চৌহালী।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কবির বলেন, বিদ্যালয়ের সুনাম ও ফলাফল সন্তোষজনক। পাঠদানে দক্ষ শিক্ষক রয়েছে। অবকাঠামো সংকটে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এসকল সমস্যা সমাধানে আমরা নজর রাখছি। দ্রুতই ভবন নির্মাণ হবে ইনশাআল্লাহ।