বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার বেলা ১১টায় একদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুন্নী ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ মেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের ২০টি স্টল অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।