ফরিদপুর প্রতিনিধি : শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে চায় ফরিদপুরের সনাতন ধর্মালম্বীরা। আর তাই প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পূজা উদযাপনে কয়েক স্তরে নিরাপত্তা প্রদানসহ সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এরই মধ্যে শেষ পর্যায়ে রয়েছে প্রতিমার রং ও সাজসজ্জার কাজ।
জানা গেছে, গত বছর ফরিদপুর জেলার নয়টি উপজেলায় ৭৪০টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আয়োজন করা হলেও এবছর পূজা অনুষ্ঠিত হবে ৭২৩টি মন্ডপে। আজ মঙ্গলবার পঞ্চমী আয়োজনের মধ্য দিয়ে পূজা শুরু হবে। তাই শেষ পর্যায়ে রয়েছে আয়োজনের। কারিগরেরা জানান, শেষ মুহুর্তের ব্যস্ততায় রয়েছেন তারা।
ধর্মীয় আরাধনার মাধ্যমে বিশ্ব শান্তি কামনায় পূজা করবেন বলে জানান সনাতন ধর্মাবলম্বীরা। তাই এ আয়োজন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার দাবী তাদের।
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সাহা জানান, বিভিন্ন রাজনৈতিক দলসহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ পূজা উদযাপন সম্ভব।
শান্তিপূর্ণ পূজা উদযাপনে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। তিনি জানান, পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশ সদস্য ছাড়াও আনসার, র্যাব, সেনাবাহিনীসহ সাদা পোষাকধারীরা ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করবেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে রাজনৈতিক ও আলেম সমাজসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বলে জানান তিনি।