নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক কৃষক এক বিঘা জমি চাষের জন্যে বিনামূল্যে বীজ, ডিএপি সার ও এমওপি সার পাবেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার তাহিমনা আক্তার রিনা, কৃষি সম্প্রসারণ অফিসার ইমতিয়াজ জাহান খাঁন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাওন ইমতিয়াজ, আবুল কালাম আজাদ, আহসান, এনামুল, রিজওয়ান, শারমিন, সূবর্ণা প্রমুখ।