জামালপুর প্রতিনিধি : কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প সারা দেশের ন্যায় জামালপুরে ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। সরকার কৃষি বিভাগের মাধ্যমে মসলা জাতীয় উদ্ভিদ চুঁইঝাল চাষ প্রকল্প হাতে নেয়ায় জেলার ৭টি উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে অধিকাংশ কৃষকের স্বচ্ছলতা ফিরে আসবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চেহারা পাল্টে যাবে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষিনির্ভর এলাকা। এ উপজেলার বিভিন্ন এলাকায় চুঁইঝাল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চুঁইঝাল সাথি ফসল হিসেবে চাষ করা যায়। কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় কৃষি বিভাগ শ্রীপুর, বাঁশচড়া, সাহাবাজপুর, শরীফপুরসহ আরো বেশ কয়েকটি এলাকায় চুঁইঝাল চাষের উদ্যোগ নেয়া হচ্ছে।
সরেজমিনে এ এলাকাগুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে। তারা বলেন, চুঁইঝাল চাষে কৃষি বিভাগ কৃষক পর্যায়ে মাঠে নেমে পড়েছেন। কৃষকদের পরামর্শ দিচ্ছেন। অধিকাংশ কৃষি বিভাগের ডাকে সাড়া দিয়ে চুঁইঝাল চাষের উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বাসাবাড়িসহ হোটেলগুলোতে মাংসের তরকারির স্বাদ বাড়াতে চুঁইঝালের জুড়ি নেই। ভোজনরসিকদের কাছে এটি খুবই জনপ্রিয়। চুঁইঝাল সাথি ফসল হিসেবে চাষ করা যায়।
কৃষক স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় চুঁইঝাল চাষ জনপ্রিয় করার লক্ষ্যে মাঠপর্যায়ে নেমে পড়েছেন। তাদের ডাকে মহাদান, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা, মেষ্টা, ডাংধরা, পাররামপুর, হাতিবান্দা, পাথরশীসহ আরো বেশ কয়েকটি এলাকার কৃষকরা সাড়া দিয়েছেন। অনেকেই পতিত জমি ও সাথি ফসল হিসেবে চাষের উদ্যোগ নিয়েছেন।
মহাদান গ্রামের কৃষক আবুল ও ভাটারা গ্রামের ফজর আলী জানান, কৃষি বিভাগ চুঁইঝাল চাষের জন্য বীজসহ নানাবিধ পরামর্শ দিচ্ছে। তাদের পরামর্শে চুঁইঝাল চাষ ব্যাপক আকার ধারন করবে। এতে মসলার চাহিদা অনেকাংশে কমে যাবে। হাট-বাজারগুলোতে চুঁইঝালের ব্যাপক চাহিদা রয়েছে। এটি বিক্রি করে অনেক কৃষক স্বাবলম্বী হবে।