কাজী রফিকুল হাসান, জামালপুর প্রতিনিধি : প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ কৃষি উন্নয়ন ও মৎস্য চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে সারা দেশের ন্যায় জামালপুরে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রকল্পের মধ্যে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া মলা মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। মলা মাছ চাষ বৃদ্ধি পাওয়ায় অনেক বেকার যুবক মাছের খামার করে স্বাবলম্বিতা অর্জন করেছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা মৎস্য চাষ সমৃদ্ধ এলাকা। উপজেলাধীন নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর, ইটাইল, ঘোড়াধাপ, শরীফপুরসহ আরো বেশ কয়েকটি এলাকার খামারীরা বাণিজ্যিকভাবে মলা মাছ চাষ করছে।
নরুন্দি এলাকার মৎস্য খামারী আয়নাল হক জানান, সরকারের সার্বিক সহযোগিতা ও মৎস্য বিভাগের উদ্বুদ্ধকরণের জন্য মলা মাছ চাষ ব্যাপক আকার ধারন করেছে।
মৎস মন্ত্রণালয়ের এ সফল প্রকল্প মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যাপকভাবে বাস্তবায়ন হয়েছে। এসব উপজেলার বিভিন্ন এলাকায় খামারীরা বাণিজ্যিকভাবে হারিয়ে যাওয়া প্রজাতির মলা মাছ উৎপাদনে ব্যাপকভাবে চাষ করছে। এর মধ্যে মহাদান, ভাটারা, মেষ্টা, বালিজুড়ি, ডাংধরা, পাথরশীসহ আরো বেশ কয়েকটি এলাকার ৩ শতাধিক মৎস্য খামারে বাণিজ্যিকভাবে মলা মাছ চাষ হচ্ছে। সরেজমিনে এ এলাকাগুলো ঘুরে দেখা গেছে, খামারের পর খামার মলা মাছের সমারোহ।
এ ব্যাপারে মৎস্য বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বাজারে মলা মাছের ব্যাপক চাহিদা ও সুস্বাদু হওয়ায় দামও অনেক বেশি। বাজারে নেয়ামাত্রই বিক্রি হয়ে যায়। এসব উপজেলার মৎস্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, কৃষকবান্ধব সরকার মৎস্য চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এসব প্রকল্পের কারণে মৎস্য চাষ ব্যাপক আকার ধারন করেছে।