চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত টেম্পুচালক সুলতান আলম (৪০) নিহত এবং হামিদুল হক নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দর বাজারের অদূরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ঘটেছে। নিহত সুলতান আলম উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দোহলাপাড়ার আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে আল আরাফ নামে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। এসময় ভূষিরবন্দর বাজারের অদূরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের ওই স্থানে বাসটি শ্যালো ইঞ্জিনচালিত একটি গরুবাহী টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুচালক সুলতান আলম ও কসাই হামিদুল হক গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রাতেই সুলতান আলম মারা যান।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটি দশমাইল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।