নাটোর প্রতিনিধি
নাটোরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চলনবিল। বর্ষায় মনোমুগ্ধকর সেই বিলের রূপে যেন নতুন মাত্রা যোগ করেছে পাটের আঁশ ছড়ানোর দৃশ্য। পাটকে বলা হয় সোনালী আঁশ। গাছ থেকে এই আঁশকে ছাড়ানোর গাছগুলোকে প্রায় ৮-১৪ দিন স্থির বা ধীর গতির পানিতে ডুবিয়ে রাখতে হয়। তারপর গাছ পঁচে গেলে পাটকাঠি থেকে আঁশ আলাদা করা হয়। এই পুরো প্রক্রিয়াকে জাগ দেওয়া বলে। এবার বৃষ্টি কম হওয়ায় বিভিন্ন জেলায় পাট জাগ চাষিরা ভোগান্তি পোহালেও নাটোরের চলনবিলের বিলশা পয়েন্টে কাটা পাট জাগ দেওয়া ও ধোয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
বিলশা এলাকার সিদ্দিকুর রহমান, মজিবর আলী, সাইদুর রহমান, আনার আলী, বজলারসহ প্রায় ১০ জন চাষী জানান, খুবজীবপুরসহ নাটোরের অন্যান্য এলাকায় এ বছর পাটের খুব ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ করে হচ্ছে। এছাড়া এখন বাজারও ভালো, তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মণ বিক্রি হচ্ছে পাট। পাট চাষে খরচ বাদ দিয়ে বিঘায় ১৫ থেকে ১৮ হাজার টাকা আয় হবে বলে জানান তারা।