কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫০ সৌদি রিয়ালসহ সৌদি রিয়াল কেনাবেচা প্রতারক চক্রের ২ সদস্য আটক হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টায় জেলার ভেড়ামারা মধ্যবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আকারামুল ইসলাম (৩৪) ও আশরাফুল ইসলাম (৪০) নামে দুইজনকে সৌদি রিয়ালসহ আটক করা হয়। এরা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের সুখ চাঁদ মন্ডল ও জিল্লাল সরদারের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক একটি দল এদিন ভেড়ামারা মধ্যবাজারে বিশেষ অভিযান চালায়। এসময় ৫০ সৌদি রিয়ালসহ সৌদি রিয়াল কেনাবেচা প্রতারক চক্রের সদস্য আকারামুল ইসলাম ও আশরাফুল ইসলামকে আটক করে। দীর্ঘদিন যাবত তারা সৌদি রিয়াল কেনাবেচা করার কথা বলে সহজ সরল লোকদের সাথে প্রতারণা করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে ।