আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : “শিক্ষকের কন্ঠশ্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সদরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। এসময় আরও বক্তব্য রাখেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মান্নান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এইচএম মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ হালদার, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ প্রমুখ।